দুই দিনের-ই এই দুনিয়ায়_আফসার নিজাম
দুই দিনের-ই এই দুনিয়ায়
আফসার নিজাম
দুই দিনের-ই এই দুনিয়ায়
কতো সুন্দর বানাও ঘর
ঘরের ভিতর কয়দিন থাকবা
রাখনাই তো তার খবর ॥
ঘরের ভিতর সাজাও তুমি
হরেক রকম ফার্নিচার
আলোক নদী বইয়ে দিতে
রঙ-বেরঙের আলোক ঝার
আরাম কইরা কাটাও সময়
বাচবা যেনো জীবনভর ॥
এক ঘরেতে জ্বালাও বাতি
আরেক ঘরে জ্বলে না
রঙ মহলের রঙের মেলা
এক ঘরেতে চলে না
সময় থাকতে তুমি তোমার
সাজাও বাসর ঘর ॥
কোন মন্তব্য নেই