Header Ads

Header ADS

পুতুলের ভাবনা_আফসার নিজাম


পুতুলের ভাবনা
আফসার নিজাম


শাদা ঘোড়ায় চড়বে পুতুল
তাই ধরেছে বায়না
ঘোড়া এনে দেয়নি বলে
মায়ের কাছে যায় না

যতোই ডাকুক আম্মু তাকে
আয় না পুতুল আয় না
অভিমানে পুতুল সোনা
দুধমাখা ভাত খায় না

আম্মু বলেন রাগ করো না
হচ্ছি আমি ঘোড়া
পিঠের ওপর চড়ে বসো
ভয় করো না থোড়া

মায়ের পিঠে চড়ে পুতুল
ঘুরছে সারা বাড়ি
ভাবছে পুতুল ঘোড়ায় চড়ে
দিচ্ছে মরু পাড়ি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.