Header Ads

Header ADS

বাংলা নিয়ে আমি সঙ্কিত নই_আফসার নিজাম


বাংলা নিয়ে আমি সঙ্কিত নই
আফসার নিজাম


তোমার কৌমার্য নিয়ে সবাই কথা বলে
তোমার শুদ্ধতা নিয়ে সবাই সংকিত থাকে
বিশ্বাস করো আমি কোনো সঙ্কা অনুভব করি না
তোমার ভেতরে একটি নয় দুটি নয় হাজার হাজার
শব্দ প্রবেশ করলেও আমি ভয়ে যবুথবু হয়ে যাই না
আমার প্রজন্ম পরদেশী কথা তোমার সাথে সংমিশ্রণ করলেও
আমি কেঁপে ওঠি না অজানা আশংকায়
জানি তুমি এমনি বিশাল হৃদয়ের অধিকারী
তাবদ দুনিয়ার শব্দ তোমার ভেতর প্রবেশ করলেও
তুমি বাংলাই রয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.