বাংলা নিয়ে আমি সঙ্কিত নই_আফসার নিজাম
বাংলা নিয়ে আমি সঙ্কিত নই
আফসার নিজাম
তোমার কৌমার্য নিয়ে সবাই কথা বলে
তোমার শুদ্ধতা নিয়ে সবাই সংকিত থাকে
বিশ্বাস করো আমি কোনো সঙ্কা অনুভব করি না
তোমার ভেতরে একটি নয় দুটি নয় হাজার হাজার
শব্দ প্রবেশ করলেও আমি ভয়ে যবুথবু হয়ে যাই না
আমার প্রজন্ম পরদেশী কথা তোমার সাথে সংমিশ্রণ করলেও
আমি কেঁপে ওঠি না অজানা আশংকায়
জানি তুমি এমনি বিশাল হৃদয়ের অধিকারী
তাবদ দুনিয়ার শব্দ তোমার ভেতর প্রবেশ করলেও
তুমি বাংলাই রয়ে যাবে।
কোন মন্তব্য নেই