আফসার নিজাম
আফসার নিজাম ১৯৭৯ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা জেলার মিরপুর থানার, বর্তমানে পল্লবী থানার ৯ নাম্বার সেকশন টেকের বাড়িতে জন্মগ্রহণ করেন। মিরপুর সেনানীবাস প্রাইমার স্কুল থেকে লেখা পড়া শুরু। এর পর এম ডি সি মডেল ইনস্টিটিউট থেকে ১৯৯৪ সালে এসএসসি পাশ করেন। এইচএসসি পড়েন তেজগাঁও কলেজ এবং ইসলামী স্টাডিজ-এ অনার্স মাস্টার্স করেন। তার বাবা মোহাম্মদ আফসার উদ্দিন মোল্লা ও মা ফজিলাতুন নেছা। সে পাঁচ বোন এক ভাই। তার বাবা টেকের বাড়িস্থ গাঁওছুল আজম জামে মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠাতা পাঁচ জনের মধ্যে একজন। আফসার নিজামের স্ত্রী বিউটিআর্টিস্ট রেহনুবা নিজাম ইভা, মেয়ে হাইফা তাননুর ও ছেলে মিখাইল জাবির। আফসার নিজাম আজীবন সংস্কৃতির মানুষ। তিনি বিপরীত উচ্চারণের পরিচালকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ গণমাধ্যম গবেষণা কেন্দ্রের এর সভাপতি, অগ্নীবিণা সাহিত্য সংগঠন এর সাংগঠনিক সম্পাদক, উৎসঙ্গ সৃজন চিন্তন এর সহকারী পরিচালক, প্রত্যাশা প্রাঙ্গণ এর সভাপতি, পল্লবী প্রেসক্লাব এর সহসভাপতি। টেকের বাড়ি যুব সংগঠন এর সেক্রেটারি, মসজিদ এ গাউছুল আজম কমপ্লেক্স এর দফতর সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। তিনি শোভন ছড়াপত্র ‘নিব’; সাহিত্য পত্রিকা ‘বাঙলা’; অনলাইন ম্যাগাজিন ‘সাময়িকী’ ও মোলাকাত এর সম্পাদক; ফিচার এডিটর ‘বিডি বুলেটিন ডট কম; সহকারী সম্পাদক ‘গণমাধ্যম গবেণাপত্র’ ও ‘প্রত্যাশা’; সাহিত্য সম্পাদক ‘দৈনিক দেশ জগৎ’। আফসার নিজামে প্রকাশিত কবিতার বই ‘তিনপুরুষ এবঙ পুত্রপ্রজন্ম’ ২০১৪, ‘অলৌকিক জংশন’ ২০২৩, ছড়ার বই ‘মিষ্টি আলোর বিষ্টি’ ২০১৬, ‘এক তিতিলকা মা বোলারা’ ২০২৩, ‘বিষ্টি আমার বোন’ ২০২৩, কিশোর উপন্যাস ‘মেঘনা নদীর জলদস্যু’ ২০১৭। সম্পাদনা গ্রন্থ ‘মতিউর রহমান মল্লিক নির্বাচিত রচনা’ ২০১৮, ‘চিকিৎসা বিষয়ক হাদীস’ ২০২৩।
কোন মন্তব্য নেই