Header Ads

Header ADS

সোনার বালক_আফসার নিজাম


সোনার বালক

স্বর্গ হতে সোনার বালক
সঙ্গে নিয়ে আলোর পালক
আকাশ ছোঁয়া মিনার থেকে
        একটুখানি দূরে
ভুরু’র মতো একটু বাঁকা
এই পৃথিবীর স্বপ্ন আঁকা
আলোর বাতি জ্বালিয়ে দিলো
        আজান দেয়া সুরে।

হীরে মানিক পড়লো ঝরে
বড় এবঙ ছোট্ট ঘরে
সোনার বালক দেখলো চেয়ে
        অবাক দুটি চোখে
বাংলা থেকে আন্দালুসি
চুমকি দানা জরিন খুশি
স্বপ্ন রঙিন আলো ছড়ায়
        সব মানুষের বুকে।

নীল আকাশে মেঘের জলে
ঈদের মানিক আলো জ্বলে
হুরপরী আর রূপকুমারী
        ফিকে আলোর কাছে
এই আনন্দ খুশি ফেলে
আর যাবে না সোনার ছেলে
এই পৃথিবীর ভালোবাসায়
        বাঁধন দেয়া আছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.