Header Ads

Header ADS

চোখের বয়ান_আফসার নিজাম

 
 এক. নার্সিং চোখ
কারামতি স্কার্ফের নিদ্রাহীন নার্সিং চোখ
রোদের স্পর্শে জ্বলে উঠে বুকের দরদ।

দুই. শরনার্থী চোখ
বাইশটি বছর মুখোমুখি-
প্রতিবন্ধির শরনার্থী চোখে
তবু বৃষ্টির দীর্ঘ চুল চুমে
দোপাট্টায় ভাসে
চোখের কান্নাভরানত সিম্পোজিয়াম।

তিন. এপ্লিক চোখ
এমব্রয়ডারি সন্ধায়
থার্মোমিটার জ্বরে
রোদের পারদ গলে
লোমের গহবরে জন্মে
জুন আর্গাসের এপ্লিক চোখ।

চার. মায়ামৃগ চোখ
নাস্পাতি রঙে বেপথুয়া রাত্রী
লাশের মায়ামৃগ চোখে
বৌচি খেলে নার্সিসাস চলচ্চিত্র।

পাঁচ. অনন্ত চোখ
এই চোখ অনন্ত চোখ
তরুনের চোখ চায়
তরুনীর চোখ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.