আনন্দ_আফসার নিজাম
আনন্দ
আফসার নিজাম
আনন্দ ঘুমিয়ে থাকে নিজের আড়ালে
দুঃখের শরীর জুড়ে খুঁজে আনন্দ সংসার
মেঘের আড়ালে খোঁজে বেদনাহীন মুখ
আকাশ ভেঙে বৃষ্টি নামে ভিজে না শরীর ভিজে না মন
আহ! নদীর আয়নায় কতোকাল দেখে না নিজের মুখ
বেদনায় নীল হয়েছে না আনন্দে হয়েছে গোলাপ সুখ
এমনি পোড়া মন কালে কালে পুষেছে আনন্দ অসুখ
মানুষ নিজের আড়ালে কিছুই দেখে না দুঃখের আঁধারে অন্ধ হয়ে যায়
আনন্দ খুঁজে খুঁজে ব্যাকুল হৃদয় অথচ নিজের আড়ালে আনন্দ ঘুমায়
সুখ সুখ করে দুঃখের যমুনায় নিজের আনন্দ ডুবায় করে হায় হায়।
কোন মন্তব্য নেই