Header Ads

Header ADS

আমরা হবো রাজা_আফসার নিজাম

আমরা হবো রাজা
আফসার নিজাম


আমরা হবো রাজা
রাজা রাজা রাজা
এই দুনিয়ায় থাকবে না কেউ
গরিব দুখি প্রজা ॥

বড় যারা ছোট যারা
কাজের ছেলে টোকাই যারা
আমাদের এই দেশে এলে
সবাই হবে রাজা

আমার দেশের রাজার কোষে
যত সোনা-দানা
বিলিয়ে দেবো সবার মাঝে
করবে না কেউ মানা ॥

যত আছে বিলিয়ে দেবো
আরো কিছু মিলিয়ে দেবো
আমরা তো ভাই আমার দেশের
জমিদার আর খাজা ॥

দেশের মাঝে দৈত্য যারা
দুষ্ট এবং খারাপ যারা
তাদের ধরে এনে দেবো
কঠিন কঠিন সাজা ॥

আমরা যারা ভালোর ভালো
এবং ভালো আরো ভালো
তারাই হবো বাংলাদেশের
আদি আসল রাজা ॥

https://www.youtube.com/watch?v=f8eLOY6FSjk

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.