Header Ads

Header ADS

ছোট্ট পুতুল_আফসার নিজাম


ছোট্ট পুতুল
আফসার নিজাম


ছোট্ট পুতুল জন্ম নিলো
মেঘ ফুলেদের ঘরে
হাসি খুশি চাঁদের মতো
জোছনা ঝরে পরে।

তুলতুলে দুই ঠোঁটের মাঝে
সারাটাদিন হাসি
আদর করে সোহাগ করে
সবাই ভালোবাসি।

ডাক দিলে কেউ আদর করে
জড়ায় ধরে মুঠি
বললে কথা তার সাথে কেউ
হেসেই কুটিকুটি।

জোছনা রাতে মায়ের সাথে
আকাশ নীলে চায়
কচি দুটি হাত ‘ইশারায়’
চাঁদকে বলে আয়।

এমন সোনা পুতুল মুখে
মায়ের চুমুখানি
দেয় ভরিয়ে মন-পবনের
ছোট্ট হৃদয়খানি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.