Header Ads

Header ADS

প্রাণ পাখিটা উইড়া গেলে_আফসার নিজাম

প্রাণ পাখিটা উইড়া গেলে
আফসার নিজাম


প্রাণ পাখিটা উইড়া গেলে
ফিরা আইবো না
পাখি ছাড়া শূন্য খাঁচা
কথা কইব না
সময় থাকতে মন পাখি তুই
কেন বুঝিস না ॥

তাঁর কথাতে আসে পাখি
তাঁর কথাতে যায়
সুজন মাঝি শিকল দিয়া
পরাও পাখির পায়
নইলে রে মন বেহেস্তে তুই
ভিসা পাবি না ॥

শিকলে পাখি ধরতে পারলে
তারে পাবি দেখা
অচিন পুরের গোপন কথা
জানবি শুধু একা
এই দুনিয়া তোর না পাখি
বুঝেও বুঝলি না ॥

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.