Header Ads

Header ADS

নীলপাখি_আফসার নিজাম


নীলপাখি
আফসার নিজাম

  
নীল পাখিরা উড়াল দিলো
       জানলা খুলে
নীলাকাশে মেঘের ভেলা
যেমনি করে যায় হারিয়ে
          স্বপ্ন ভুলে
তেমনি করে নীল চাষীরা
থাকলো চেয়ে আউলা চুলে

নীলের জন্য নীল চাষীদের
স্বপ্নগুলো ঠাঁয় দাঁড়িয়ে
     -আগ বাড়িয়ে
যায় না কোথাও উড়াল দিয়ে

উড়াল দিলে
স্বপ্ন নীলে
নীলকরেরা ঝাপটে ধরে
-বলবে এবার যা
নীলাকাশে
     নীলচাষীরা
     নীল পাখিরা
     শূন্য করমচা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.