নীল পরীদের দল_আফসার নিজাম
নীল পরীদের দল
আফসার নিজাম
নীল পরীদের দল
জোছনা রাতে বলল আমায় চল
কোথায় যাবো- ছোট্ট পরী কনে
প্রশ্ন জাগে মনে
নীলকুমারী বলল হেসে
আমার রঙিন দেশে
আমি বলি না
না
আম্মু দেবে বকা
তখন আমার কান্না পাবে
আম্মু বলে আর না যাবে
দূরে
খুঁজবো আমি কেমন করে
নীল দুনিয়া ঘুরে
তাইতো বলি না
আম্মু ছাড়া আমারতো ভাই
ভালো লাগে না
পরী তখন রঙিন পাখা দোলায়
মনটা আমার ভুলায়
হাত ধরে কয়- চল
এমন সময় না করা যায় বল।
কোন মন্তব্য নেই