Header Ads

Header ADS

মেঘনার জন্য ছড়া_আফসার নিজাম


মেঘনার জন্য ছড়া
আফসার নিজাম

  
কালো চুলের পেখম মেলে
মেঘনা নদীর তীরে
         কীরে
আসবি আবার ফিরে
আসলে তোকে গড়িয়ে দেবো
          পরিয়ে দেবো
              দুল
দোল দোলনী খেলবে তখন
     কানের সোনা-ফুল
আর কি চাবি
আর কি পাবি
       বল
       চল
তোকে দেবো আর যা আছে
         তার যা আছে
       এবঙ আমার সব
দেখবি তখন জগৎজুড়ে
        সোনালি উৎসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.