মেঘনার জন্য ছড়াআফসার নিজাম কালো চুলের পেখম মেলেমেঘনা নদীর তীরে কীরেআসবি আবার ফিরেআসলে তোকে গড়িয়ে দেবো পরিয়ে দেবো দুলদোল দোলনী খেলবে তখন কানের সোনা-ফুলআর কি চাবিআর কি পাবি বল চলতোকে দেবো আর যা আছে তার যা আছে এবঙ আমার সবদেখবি তখন জগৎজুড়ে সোনালি উৎসব।
কোন মন্তব্য নেই