Header Ads

Header ADS

আমার কলম খাতা_আফসার নিজাম


আমার কলম খাতা
আফসার নিজাম

  
আমার কথা কেউ শোনে না তাই
একলা একা মনের কথা
         খাতায় লিখে যাই

সবাই ভাবে কেমন বোকা ছেলে
সময় কাটায় খাতার সাথে খেলে

আমি তো ভাই খাতায় আমায় এঁকে
                কথার কথা লেখে
                খেলতে পারি মাঠে
                পা’য়ে কাদা মেখে
                হাঁটতে পারি হাটে
আবার-
ইচ্ছে হলে বৃষ্টিতে যাই ভিজে
কি যে মজা বৃষ্টিতে না ভিজে
মনে মনে ভিজছি আমি নিজে

তোমরা কি তা পারো?

মনে মনে মন্ডা মিঠাই খেতে
পাখনা মেলে নীল আকাশে যেতে
              আমি পারি
                  পারি
কারণ আমার কলম খাতা
          আমার-ই সঞ্চারী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.