Header Ads

Header ADS

পা_আফসার নিজাম


পা
আফসার নিজাম


রোদ ঝলমল রোদের মাঝে
যে ছেলেটি থাকতো কাজে
হঠাৎ সেদিন-
     মেশিনে পা’কাটে
     বেধে গিয়ে নাটে।
তার-
কাটা পা’টা
হয় না ভালো আর
একটি পায়ে চলতে হবে তার।
এক পা'য়ে সে
লাফ দিয়ে যে
লাফ দিয়ে সে হাঁটে
এমন করে সময় যে তার কাটে।

পা'য়ের শোকে ঘুম গেলো তার উড়ে
তার মনে হয়-
নিজের থেকে নিজেই থাকি দূরে
পা ছাড়া কি একটি জীবন চলে
এমনিভাবে
আমার জীবন গেলোই বুঝি জলে।

সেই ছেলেটি
এই ছেলেটি
       পা'য়ের শোকে
       মনের দুখে
         মৃত্যুটাকে ডাকে
মৃত্যু কোথায়! মৃত্যুটাকে হাঁকে।
ঠিক তখনি- টিভির ভেতর দেখে
       এক পা'য়ে এক শিশু
দৌড়ে গিয়ে পাথর ছুড়ে মারে
ইসরাইলি হানাদারের ঘাড়ে
যেনো-
এক পা'য়ে তার হাজার পা'য়ের রেশ
এক পা'য়ে সে যুদ্ধ করে
          করবে স্বাধীন দেশ।

এমনতর দৃশ্য দেখে
           তার-
      পা হারাবার
দুঃখ গেলো ভুলে
শোকের ছায়া মুছে গেলো
হাজার রঙিন ফুলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.