কাক পাখি_আফসার নিজাম
কাক পাখি
আফসার নিজাম
ভোর বিহানে
তুবরী হানে
দুপুর বেলা
যেমনি গেলা
ঘরের চালে বিকাল বেলা
এবঙ আবার ফি-কাল বেলা
ডাকতে থাকে
কা-কা-কা-কা- ডাক
সেই পাখিটা
এই পাখিটা
এই শহরের আদিবাসী
তোমার আমার প্রতিবেশী
কেউ বা বলে অতি বেশি
নগর পাখি- কাক।
কেউ বা বলে
কালো পাখি
বিশ্রি পাখি
তার কাছে ভাই কেমনে থাকি
সারাটাদিন ময়লা ঘেটে
খাচ্ছে সে যা পাক
তার কথাটা কেমনে বলি
হচ্ছে যে না-পাক।
যাক-
তোমরা যারা কালো বলো
মন্দ কথা গালও বলো
তাদের কথা থাক
আমার কাছে কাকপাখিটা
বৃষ্টি ধারা ঢলের মতো
ঝর্ণা ঝরা জলের মতো- পাক
এই যে পাখি
কাক পাখ্খি
আমার কাছে কাজের পাখি
কাজের বেলা দেয় না ফাঁকি
কাজ করে নেয় ভোজ
এই শহরের ময়লাগুলো
এঁটো সেঁটো জয়লাগুলো
সফ করে দেয় রোজ
তুমি কি তার খোঁজ নিয়েছো?
তোমার খাবার ভোজ দিয়েছো?
দেওনি তারে
নেওনি তারে খোঁজ
এই পাখিকে গাল দিয়ে কি
বলতে পারি অপয়া অপ্সরী
তোমরা যারা বকা দিলে
জকা দিলে
আজকে সবাই একসাথে কও- সরি।
কোন মন্তব্য নেই