Header Ads

Header ADS

অন্ধকারে_আফসার নিজাম


অন্ধকারে
আফসার নিজাম


ভোরের কুঁয়াশা ভেদে করে দিনের হুইসেল বেজে ওঠে
অন্ধকার নিভে যাওয়ার আগেই নৃত্য করে মৃত্যুবাতাস
আমরা সংগোপনে অন্ধকারের মৃত্যুর জন্য আপেক্ষা করি
অথচ নিদ্রার জন্য আমাদের অন্ধকার খুব প্রয়োজন ছিলো
অন্ধকার ছাড়া নিমগ্ন হয় না নিদ্রা
অন্ধকার ছাড়া প্রগাঢ় হয় না প্রার্থনা
অন্ধকার ছাড়া পূর্ণ হয় না প্রেম
কুঁয়াশার চাঁদর ভেদর করে ছুটে আসছে সূর্যভয়ঙ্কর দিন
আমাদের নিদ্রাগুলোকে রাখাইন জান্তার মতো
হত্যা করে ভাসিয়ে দেবে নাফ নদীর স্রোতে
প্রেম ও প্রার্থনাগুলোকে পুতে দেবে মংডু পাহাড়ে
তবু আমরা দিনের জন্য অপেক্ষায় থাকি
অন্ধকারের মৃত্যুর জন্য অপেক্ষায় থাকি
আর নিদ্রাহীন প্রেমহীন অগ্নিশিখাটি জ্বালিয়ে দেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.