Header Ads

Header ADS

দূর দিগন্তের ডাক এল_ফররুখ আহমদ

দূর দিগন্তের ডাক এল
ফররুখ আহমদ



দূর দিগন্তের ডাক এল
স্বর্ণ ঈগল পাখা মেলো
      পাখা মেলো।

রজনীর ঘন কারাবাসে
নতুন আলোক রেখা আসে
শংকিতা শর্বরী আজি
প্রথম ভোরের সাড়া পেলো ॥

বন্দিনী পৃথিবী আমার
      বহ্নির স্বাক্ষর চায়
স্বর্ণ ঈগল মেলি ডানা
      উড়ে আয় উড়ে আয় ॥

ভেঙে আয় তিমির প্রাকার
ভেঙে আয় রাতের দুয়ার
শঙ্কেতে নতুন ঊষার
যদি তোর সংশয় গেলো ॥

(সুর : আবদুল আহাদ)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.