Header Ads

Header ADS

ভালোবাসা পেলে_আফসার নিজাম


ভালোবাসা পেলে
আফসার নিজাম


তসবিদানার মতো আবর্তিত হয়েছে ত্রিশ বসন্ত
তবু সূর্যের বিপরীতে হেঁটে যায় প্রতারক ছায়া
রমণীর আঁচল দেখলে এখনো জ্বলে উঠে হৃদয়
অনন্তকাল স্পর্শ নিয়ে বেঁচে থাকা মহান কায়া।

বিশ্বাসের ঘর পুড়ে যে রমণী হেঁটেছে অমাবশ্যায়
তার ডাকে এখনো আমি অন্ধকারে প্রদীপ জ্বালাই
পূর্ণীমারাতে অপেক্ষার আগুনে পুড়া অঙ্গার হয়ে
ভেঙে যাওয়া হৃদয়ের তাবিজে করি প্রেমের ঝালাই।

ঘরপোড়া রমণী ইশারা দিলেই ভুলে যাই অতীত
বেমালুম ভুলে যাই শুভ্র বিছানায় হুতুমের ডাক
দীর্ঘরাতের বুকে হেসেছিলো চকচকে চোখেরচাকু
ভালোবাসা পেলে সেই কথা ভুলে হয়ে যাই খাক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.