Header Ads

Header ADS

জঙ্গী জোয়ান চল বীর_ফররুখ আহমদ

জঙ্গী জোয়ান চল বীর
ফররুখ আহমদ


জঙ্গী জোয়ান চল বীর
চলার তুফান বেগে
আকাশ উঠেছে জেগে
ভেঙে গড়ে ঘুম ধরণীর ॥

ঘুমায়েছে যারা এতকাল
তারা আজ আঁখি মেলে চায়,
শোষিতের ঘুম ভেঙে যায়
বুকে জাগে তপ্ত রুধির ॥

জালিমের দিন হবে শেষ
জুলুমের দিন অবসান
শঙ্কায় শিহরায় প্রাণ
কৌশল লুঠেরা খুনীরা ॥

সময়ের চাকা ঘুরে যায়
আসে দিন উৎপীড়িতের
মরণ ঘনায় জালিমের
মুখে এসে যুগ-সন্ধির ॥

জেহাদের ময়দানে আজ
নিজ হাতে লহ অধিকার
রহিবে না কেহ পিছে আর
নয়া ফরমান আজাদীর ॥

(সুর: সমর দাস)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.