Header Ads

Header ADS

দিলরুবা-দুই_ফররুখ আহমদ

দিলরুবা-দুই
ফররুখ আহমদ


যখনি দেখেছি তব গ্রীবাভঙ্গে পদ্ম-প্রভ মুখ
অসম্মতি জানায়েছে দুলিয়া কোমল বৃন্ত ’পরে
তখনি মনের আলো প’ড়েছে ফাটিয়া স্তারে স্তরে,
পারেনি ঢাকিতে কিছু ও হৃদয় একাগ্র উম্মুখ।
তিক্ত ঔদাসিন্য ভেবে যতবার হ’য়েছে বিমুখ
মোর অনাদৃত প্রেম মুহ্যমান রিক্ত হতাশায়
ততবার তুলিয়াছো (রাত্রির বিশ্রান্ত তমসায়)
অশেষ ইঙ্গিতে ঘেরা অপরূপ তোমার চিবুক।

নিরুদ্ধ স্বপ্নের পদ্ম! তোমাকে ঘিরিয়া অবিশ্রাম
আমার মৌমাছি ফেরে নিয়ে তার তৃষ্ণার বর্তিকা,
অপরিচয়ের দূর অন্তরালে থাকি প্রহেলিকা
মৃগতৃষ্ণিকার মত পিপাসা বাড়াও শুধু তার।
দেখেছি অসংখ্য বার, দেখা তবু হয়নি আমার;
সম্মোহিত করি মোরে রেখেছে তোমার প্রিয় নাম ॥

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.