Header Ads

Header ADS

দিলরুবা-এক_ফররুখ আহমদ

দিলরুবা-এক
ফররুখ আহমদ


রাত্রির অরণ্যতলে হে বিচিত্রা! দ্বার খুলে দাও,
মুখর দৃষ্টিতে তব, গ্রীবাভঙ্গে রহস্য অশেষ!
অজ্ঞাত জগতে মোর আবিস্কৃত হয়নি যে দেশ
সুকঠিন রহস্যের বক্ষবাস সেথা তুলে নাও।
যদি কোন ভুল থাকে তবে আজ সব ভুলে যাও।
যে অনাবিষ্কৃত লোকে রাখিয়াছো স্বপ্নের আবেশ,
দু’চোখে, চিবুকে, বক্ষে সৃজিয়া বিচিত্র পরিবেশ
গানের পাখীরা মোর বহু দিন সেখানে উধাও।

যার অন্তহীন যাত্রা থেমে গেছে তোমার দুয়ারে
আড়াল করিতে চাও যাকে তুমি বক্ষের সুষমা
অকারণ ঔদাসিন্যে স’রে যাও দূরে নিরূপমা;
অপরিচয়ের তীরে-সেথা মিশে যেওনা আঁধারে।
রাখিতে পারোনি ঢেকে যে সুষমা রেখেছিলে জমা;
তোমার অজ্ঞাতে দেখ ঘিরিয়া সে রেখেছে আমারে ॥


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.