Header Ads

Header ADS

রাত্রির ঘটনা_ফররুখ আহমদ

রাত্রির ঘটনা
ফররুখ আহমদ


এক রাত্রে ডালিমের ডালে স্নিগ্ধ উজ্জ্বল শিশির-
বিন্দু বলেছিল তার গুলনার সেহেলির কাছে,
‘‘আর এক রাত্রি যদি পাই আমি পথে জিন্দেগীর
শেষ করে যাব তবে জীবনের যত স্বপ্ন আছে।
‘‘সবুজ পাতায় জমে সন্ধ্যায়, দিনের খরোত্তাপে
যে প্রাণে শুকায়ে যাবে, কতটুকু তার অবসর?
এক রাত্রি আর ভোর, -এই সময়ের পরিমাপে
মনের মতন করে সাজাতে কে পারে তার ঘর?’’

শিশিরের কথা শুনে গুলনার বলিল তখন,
‘‘আমারো জীবনে আছে বহুগান বহু স্বপ্ন সাধ,
মুশতারী তারার মত হয় যদি সুদীর্ঘ জীবন
তাহলে থাকেনা আর অতৃপ্ত আশার ফরিয়াদ।’’

সান্ত্বনার কোন সুর পেলনা সে কথার শিশির।
কান্নায় উঠিল দুলে হতাশ্বাস জীবনের তীর ॥রাত্রির ঘটনা

এক রাত্রে ডালিমের ডালে স্নিগ্ধ উজ্জ্বল শিশির-
বিন্দু বলেছিল তার গুলনার সেহেলির কাছে,
‘‘আর এক রাত্রি যদি পাই আমি পথে জিন্দেগীর
শেষ করে যাব তবে জীবনের যত স্বপ্ন আছে।
‘‘সবুজ পাতায় জমে সন্ধ্যায়, দিনের খরোত্তাপে
যে প্রাণে শুকায়ে যাবে, কতটুকু তার অবসর?
এক রাত্রি আর ভোর, -এই সময়ের পরিমাপে
মনের মতন করে সাজাতে কে পারে তার ঘর?’’

শিশিরের কথা শুনে গুলনার বলিল তখন,
‘‘আমারো জীবনে আছে বহুগান বহু স্বপ্ন সাধ,
মুশতারী তারার মত হয় যদি সুদীর্ঘ জীবন
তাহলে থাকেনা আর অতৃপ্ত আশার ফরিয়াদ।’’

সান্ত্বনার কোন সুর পেলনা সে কথার শিশির।
কান্নায় উঠিল দুলে হতাশ্বাস জীবনের তীর ॥

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.