Header Ads

Header ADS

দিলরুবা-তিন_ফররুখ আহমদ

দিলরুবা-তিন
ফররুখ আহমদ


যে স্বপ্নে ঘুমায়ে পড়ি সেই স্বপ্ন দেখে উঠি জেগে;
যে স্বপ্ন হতাশা আনে সে দেয় আশ্বাস স্বপ্নালোকে
বাঁধা প’ড়ে আছি আমি সে স্বপ্নের সর্পিল আবেগে;
খুঁজে পাই সরণি সে ক্ষণ-দীপ্ত স্বপ্নের ঝলকে।

অন্তহীণ অন্ধকারে যদিও সে ক্ষুদ্র খদ্যোতিকা
বার বার নিভে যায়, তবু জানি ক্লিষ্ট তমিস্রায়
একমাত্র সত্য হ’য়ে সেই প্রেম-পথের বর্তিকা
জ্বলিতেছে জীবনের দিগন্তরে তিমির প্রচ্ছায়।

অনির্বাণ সেই শিখা! প্রতি শিরা, স্নায়ূু ধমনীতে
অনুভব করি আমি সে আলোর বিচিত্র প্রকাশ,
কবোষ্ণ উত্তাপ তার হৃদয়ের নিরুদ্ধ সংগীতে
রাত্রির বিস্ময়ে আনে স্বপ্ন-সৃজনের অবকাশ।
আকাশের সব তারা নিভে যেতো, ম’রে যেতো নদী
ক্ষুদ্র মোর খদ্যোতিকা শিখা হ’য়ে না জ্বলিত যদি ॥

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.