বিষ্টি মায়ের কান্না
আফসার নিজাম
বোশেখ মাসের কষ্ট নিয়ে
মেঘ করেছে মায়ের চোখ
বোনটি আমার হারিয়ে গেছে
ডুকরে ওঠে মায়ের বুক।
প্রতি বছর বোনটি আমার
হারিয়ে যাবে দূরে
জায়নামাজে আম্মা বসে
কাঁদবে করুণ সুরে
মেঘের সড়ক চিনে যদি
বোনটি আসে ফিরে
মা বলেছে মিলাদ দেবে
বিন্নি ধানের খিরে।
কোন মন্তব্য নেই