Header Ads

Header ADS

নীল জোছনা_আফসার নিজাম


 
নীল জোছনা
আফসার নিজাম

আবার এসো নীল জোছনা
তোমার খোঁপার জন্য
কুড়িয়ে আনবো বিহান বেলার শিউলি
জানইতো দীর্ঘ ভালোবাসার চেয়ে
মৌসুমী ভালোবাসা আমার অধিক প্রিয়

হেলেঞ্চাকে আসতে বলেছিলাম
আর পেখম খোলা ময়ূরীকে
তোমাকে মায়া সভ্যতার
আদিম রাণী সাজাবো বলে।

মালিকাদের জগতে
হিজাব সুন্দরী চাইলেও
তোমাকে চাই
অ্যাজটেক সভ্যতার মেজগডেজ।

নীল জোছনা বলো কথা রাখবে
নীল জোছনা বলো আবার আসবে
নীল জোছনা বলো রাত জাগবে
নীল জোছনা বলো সবাই ঘুমিয়ে গেছে
গল্প করে আমরা রাত কাটিয়ে দেবো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.