নীল জোছনা_আফসার নিজাম
নীল জোছনা
আফসার নিজাম
আবার এসো নীল জোছনা
তোমার খোঁপার জন্য
কুড়িয়ে আনবো বিহান বেলার শিউলি
জানইতো দীর্ঘ ভালোবাসার চেয়ে
মৌসুমী ভালোবাসা আমার অধিক প্রিয়
হেলেঞ্চাকে আসতে বলেছিলাম
আর পেখম খোলা ময়ূরীকে
তোমাকে মায়া সভ্যতার
আদিম রাণী সাজাবো বলে।
মালিকাদের জগতে
হিজাব সুন্দরী চাইলেও
তোমাকে চাই
অ্যাজটেক সভ্যতার মেজগডেজ।
নীল জোছনা বলো কথা রাখবে
নীল জোছনা বলো আবার আসবে
নীল জোছনা বলো রাত জাগবে
নীল জোছনা বলো সবাই ঘুমিয়ে গেছে
গল্প করে আমরা রাত কাটিয়ে দেবো।
কোন মন্তব্য নেই