Header Ads

Header ADS

নদী ও বিষ্টির গল্প_আফসার নিজাম


নদী ও বিষ্টির গল্প
আফসার নিজাম

অনেক দিনের অপেক্ষা শেষ
মেঘ এলো আর বিষ্টি এলো
হাতটি ধরে
নদীর প্রিয় ভালোবাসায়
টাপুর টুপুর ছলাৎ ছলাৎ
ঝাপটে ধরে।

ঝাপটে ধরে নদী বলে-
বিষ্টি আমার ছোট্ট সোনা
মিষ্টি আমার বোন
বলছি তোকে শোন্-
তোকে ছাড়া
একটিও নয়
দুটিও নয়
ছ-ছটি মাস একা
হয়নি তোকে দেখা

বল্ বৃষ্টি-
এমন করে কাটে আমার ক্ষণ?
তোর জন্য তো কাঁদে আমার মন।

ভাই-
নদী আমার ভাই
তোমায় ছেড়ে মেঘ হয়ে যাই
উড়ে উড়ে
বহুদূরে
নিজকে আমি নিজেই হারাই
ঠিক ঠিকানা নাই
তবু তোমার পরশ মাখা
আদর দেয়া
স্নেহ দেয়া
ভালোবাসার হৃদয়টুক পাই ...

তুমি আমার প্রিয় নদী
প্রিয় আমার ভাই
তোমার মতো বন্ধু-স্বজন
আর কোথাও নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.