Header Ads

Header ADS

এই শহরে বিষ্টি পড়ে_আফসার নিজাম


এই শহরে বিষ্টি পড়ে
আফসার নিজাম


এই শহরে বিষ্টি পড়ে
শব্দ করে না
না- না না না না না
এই শহরে বিষ্টিরাতো
শব্দ করে না
শব্দ করে
টিনের ঘরে
টিন কোথা পাই
এই শহরে ঘরের ছাদে
টিন দেখি না
       দেখি পাথর ছাদ
ছাদের উপর বিষ্টিরাতো নূপুর পরে না
এই শহরে বিষ্টিরা তাই শব্দ করে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.