মৃত্যুহীন প্রাণ নিয়ে অনন্তকাল বেঁচে থাকা_আফসার নিজাম
মৃত্যুহীন প্রাণ নিয়ে অনন্তকাল বেঁচে থাকা
আফসার নিজাম
প্রতিদিন পিচনীল অন্ধকারে
আমাদের বোধগুলো হত্যা হয়
আমরা মৃত্যুহীন প্রাণ নিয়ে বেঁচে থাকি অনন্তকাল...
আমাদের প্রাণ...
হায়! আমাদের প্রাণ...
পিচনীল অন্ধকারে পুড়ে ছাই হয়
আর ক্রমাগত ছাই থেকে জেগে ওঠে
নতুন জীবন
আহা!
আমাদের জীবন নিয়ে কি সুন্দর
খেলা করে প্রাচীন নগর
আহা!
আমাদের জীবন নিয়ে কি সুন্দর
খেলা করে নাগরিক মন
হায়! আমরা প্রতিনিয়ত খেলার মাঝে
একটি ফুটবল ছাড়া আর কিছুই হয়ে উঠতে পারি না।
কোন মন্তব্য নেই