Header Ads

Header ADS

গায়েরজামা পায়েরজামা_আফসার নিজাম


গায়েরজামা পায়েরজামা
আফসার নিজাম


বিষ্টি এসে দেয় ভিজিয়ে
        গায়ের জামা
এই জামাটা :    নতুন ছিলো
              পুরান ছিলো
        পুরান ছিলো
        নতুন ছিলো
       - না, না না না
আসলে তার গায়ের মাঝে
        জামাই ছিলো না
কোথায় পাবে গায়ের জামা
কোথায় পাবে পায়ের জামা
        জন্ম থেকে উদাম ছিলো
        এখন আছে তাই
কারণ যে তার তিনভুবনে
আপন যে কেউ নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.