খই ভাজার কারিগর_আফসার নিজাম
খই ভাজার কারিগর
আফসার নিজাম
[কবি মতিউর রহমান মল্লিক স্মরণে]
প্রিয় নদীটাকে অনেক কথা বলা যাবে না
বলা যাবে না সুন্দরবনে হরিণের কথা
যেভাবে আমি তোমাকে অনেক কথার
খই ভাজতে দেখেছি কোকিলের মতো
আমি এখনো তোমাকে দেখি
স্বপ্নের ভেতর ক্রমাগত খই ভেজে যাচ্ছো
ছাপান্ন হাজার বর্গমাইল উঠোন জুড়ে।
বিশ্বাস করো আমি চেষ্টা করছিÑ তোমার মতো
একজন খই ভাজার কারিগর হওয়ার।
কোন মন্তব্য নেই