বিষ্টি নামে বিষ্টি থামে_আফসার নিজাম
বিষ্টি নামে বিষ্টি থামে
আফসার নিজাম
বোশেখ মাসের পয়লা দিনে
হাইফা ফুলের গন্ধ মেখে
কালো কাকের কালো ডানা
ভিজিয়ে দিয়ে
বিষ্টি নামে।
অবাক করা রোদের মাঝে
শাদা আকাশ কালো করে
পদ্মা নদী উল্টো করে
পানি ঢেলে
বিষ্টি নামে।
পাকুর মেলায় পয়লা দিনে
জনে জনে জমছে মেলা
ঠিক তখনই ঝড়ো হাওয়ার
কালো ঝড়ে
বিষ্টি নামে।
বিষ্ট ভেজা নরম কাদায়
চলতে গিয়ে শিথিল পায়ে
হঠাৎ করে হোঁচট খেয়ে
পড়তে গিয়ে
শক্ত পায়ে দাঁড়িয়ে গেলাম
ঠিক তখনই
বিষ্টি থামে।।
কোন মন্তব্য নেই