Header Ads

Header ADS

আত্মার খোয়াব_আফসার নিজাম


আত্মার খোয়াব
আফসার নিজাম

পহেলা খোয়াব
তৃষ্ণিত আত্মা আমার খোঁজে উড়াল পক্ষির ডানা
পক্ষি তো হয় না কোনো দিন
তবু বুকের মধ্যে বাইন্ধা রাখি
...একখান তাজা খোয়াব

যেমন কইরা খাঁচার মধ্যে পোইষা রাখি
আমার আত্মারখোয়াব

দোসরা খোয়াব
আন্ধার রাইতে যেমন কইরা
জোনাকি আলো ছড়ায়
তেমন কইরা রাইতে পর রাইত
সাধনা চাইলাই পিরিতের আগুন দিয়া।

আগুনের আংগার হইয়া সোনা খাঁটি হয়
তেমন কইরা খাঁটি সোনা হইবার চাই।

কতো মাইনষে খোয়াবরে
পক্ষির মতো উড়াইয়া দিবার চায়
আমি আমার খোয়বরে
নিজের মধ্যে বাইন্ধা রাখবার চাই

তেসরা খোয়াব
খোয়াব আমার খোয়াব থাকে
দেখা হয় না পরখ কইরা
নিজের ভিতর বাইন্ধা রাখি
আত্মা যেমনি বাইন্ধা রাখি
        আত্মা দিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.