মেঘ ও রোদের কণা_আফসার নিজাম
মেঘ ও রোদের কণা
আফসার নিজাম
ধানের চারা ডাক দিয়ে কয়
মেঘ
রোদের কণা দুষ্ট কত দেখ
আমার ওপর ছড়িয়ে দিয়ে তাপ
জ্বালিয়ে দিলো সবুজ পাতা
এই দেখো তার ছাপ
মেঘের কথা বৃষ্টি হয়ে ঝরে
রোদের কণা ধরে
বলল হেসেজ্জ ভালোবেসে
এই করে কি বন্ধু হওয়া যায়
ভালোবাসার কুড়াল মেরে পায়
বন্ধু হতে শীতল হওয়া চাই
বুকের ভেতর জাড়িয়ে ধরে
বলবো তখন ভাই
তুমি ছাড়া এই জগতে
আমার আপন নাই।
কোন মন্তব্য নেই