প্রেমের উপহার_আফসার নিজাম
প্রেমের উপহার
আফসার নিজাম
তোমার হৃদয়ে দিয়েছি সেজদা কতো শত সহস্র বার
চিরকাল আমি মুগ্ধ হয়ে হৃদয়ের ফুল দিয়েছি উপহার
ক্রন্দন করে জুড়িয়েছি হৃদয় গিলাফ ধরে কাবার
লিখেছি কবিতা গেয়েছি গান খুলে হৃদয় দ্বার
কতো রূপে তুমি দিয়েছো দেখা বুঝি আমি ‘গাফ্ফার’
তোমাকে পাওয়ার মাঝেই আমার মোহন বীণার তার
তুমি রহমান ভালোবাসা প্রেম তুমি কঠিন ‘কাহহার’
তোমাকে ছাড়া হয় না প্রেম- আমার সবকিছু ছারখার
প্রভু সেজদায় আমি লুটিয়ে পরি তোমার পায়ে বার-বার
যেনো আমি সারাজীবন পাই তোমার প্রেমের উপহার।
কোন মন্তব্য নেই