Header Ads

Header ADS

প্রেমের উপহার_আফসার নিজাম


প্রেমের উপহার
আফসার নিজাম


তোমার হৃদয়ে দিয়েছি সেজদা কতো শত সহস্র বার
চিরকাল আমি মুগ্ধ হয়ে হৃদয়ের ফুল দিয়েছি উপহার
ক্রন্দন করে জুড়িয়েছি হৃদয় গিলাফ ধরে কাবার
লিখেছি কবিতা গেয়েছি গান খুলে হৃদয় দ্বার
কতো রূপে তুমি দিয়েছো দেখা বুঝি আমি ‘গাফ্ফার’
তোমাকে পাওয়ার মাঝেই আমার মোহন বীণার তার
তুমি রহমান ভালোবাসা প্রেম তুমি কঠিন ‘কাহহার’
তোমাকে ছাড়া হয় না প্রেম- আমার সবকিছু ছারখার
প্রভু সেজদায় আমি লুটিয়ে পরি তোমার পায়ে বার-বার
যেনো আমি সারাজীবন পাই তোমার প্রেমের উপহার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.