Header Ads

Header ADS

ফিলিস্তিনি বোন_আফসার নিজাম


ফিলিস্তিনি বোন
আফসার নিজাম


গভীর রাতে বিষ্টি আসে
চুপটি করে একা
সবুজ জমিন সিক্ত করে
ভাইকে দেবে দেখা।

অনেক স্মৃতির আকাশ নিয়ে
ভাই রয়েছে বসে
ফিলিস্তিনি বোনের মতো
যায় না যেনো খশে।

বিষ্টি আমার ফিলিস্তিনি বোন
ভয়ে থাকে তাইতো আমার মন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.