মুহাম্মদ_আফসার নিজাম
মুহাম্মদ
আফসার নিজাম
এক.
সাল্লাাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আপনার জন্য দরুদ পাঠাতে
দুটো রাত জ্বালিয়ে দিয়েছি পূর্ণীমা আগুনে
ক্ষমা করবেন আব্দুল্লাহর সস্তান
এভাবে চৌদ্দশ রাত জ্বালিয়ে কওমের
ভাঙ্গেনি ঘুমের ইমারত
ক্ষমা করুন মুহাম্মদ।
দুই.
আসুন [মুহাম্মদ] সূর্য ডোবার আগেই
আমাদের শেষ ট্রেনটি ধরতে হবে
না হয় মুহাম্মদ বিন কাশেমের মতো
কতল হয়ে যেতে পারে মানুষ
জলদি করুন, স্টেশন বেশি দূরে নয়
ট্রেনটি ধরতে পারলে অন্তত কতল থেকে
বাঁচানো যাবে।
তিন.
জিব্রাইল : দেখুন মুহাম্মদ রাত্রি কতো অন্ধকার
মুহাম্মদ : চাঁদে গ্রহণ লেগেছে
জিব্রাইল : ঠিক আপনার উম্মতের মতো
মুহাম্মদ : গ্রহণ কেটে যাবে
জিব্রাইল : অনেক দেরি সূর্য ওঠার
মুহাম্মদ : আমি আলো দেখতে পাচ্ছি।
* মুহাম্মদ নাম পড়ার সাথে সাথে দরুদ পাঠ করুন।
কোন মন্তব্য নেই