Header Ads

Header ADS

বীর পালোয়ান_আফসার নিজাম


বীর পালোয়ান
আফসার নিজাম

মাথাভাঙার কাঁথা চোরা
শিমলা চোরার ভাই
আমার লগে লাগলে লড়াই
ছাড়া ছাড়ি নাই

ঠেংগের লগে ঠেং লাগিয়ে
মাইরা দিমু লেং
লাল মাটিতে পইড়া চোরা
ভাঙবিরে তোর ঠেং

চোরের ভাইয়ের বড় গলা
এককেবারে চুপ
নইলে এখন কামান দাগাই
মাইরা দিমু তুপ

বুঝলি আমি বাংলাদেশের
মস্তবড় বীর
আসিস যদি লাগতে লড়াই
ভাইঙগা দিমু শির

বীর পালোয়ান আমিই আমি
দেশের বড় যোদ্ধা
আমায় নিয়ে কলম পেষেণ
বড় বড় বোদ্ধা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.