প্রত্যাবর্তনের প্রতিক্ষায়_আফসার নিজাম
প্রত্যাবর্তনের প্রতিক্ষায়
আফসার নিজাম
ভোরের নরম পর্দা ভেদ করে উঠে আসে সুর্য
তারপর হেসে ওঠে প্রকৃতি
উড়ে যায় পাখি
কর্মব্যাস্ত হয় প্রাণস্পন্দন
আমরা বলে ওঠি জন্ম।
ঋতুর আবর্তনে মেঘের ফাঁক গলে
আবছা আঁধার যে আলোটুকু
ফিরে আসে পৃথিবীর বুকে
আমরা বলে ওঠি জন্ম।
মাতৃ গর্ভে দীর্ঘ ভ্রমণ শেষে
জীবনের মিছিলে
প্রথম যে চাঁদ উদিত হয়
আমরা বলে ওঠি জন্ম।
আষাঢ়ের মেঘের ফাঁকে সুর্যেরয লুকচুরি
আমরা তাকে বলি জন্ম, তাকে বলি মৃত্যু
তাহলে জন্মের অপর নাম মৃত্যু
মৃত্যুর অপর নাম জন্ম
জীবনের প্ররিক্রমায় আমরা প্রত্যাবর্তনের প্রতিক্ষায়।
কোন মন্তব্য নেই