বিরান_আফসার নিজাম
বিরান
আফসার নিজাম
বিরানের কথা আর মনে করি না
বিরান হয়ে গেছে ফসলের মাঠ
বিরান হয়ে গেছে মানুষের কোলাহল
বিরান হয়ে গেছে পদ্মা মেঘনা যমুনার পানি
বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বিরান কি
চোয়াল শক্ত করে, খোবে আক্রসে ফেটে পরে
বলেছিলো সুর্যের হিংস্রতায় জ্বলে পুড়ে খাক হওয়া ফসলী ভূমি
তখন চক্ষুকে উদাস করে দেখতে থাকলাম
বিরান হয়ে যাচ্ছে ফসলের মাঠ
বিরান হয়ে যাচ্ছে পশুর বাথান
তখন কৃষকের চোখে উড়ে হাইব্রিড কাক
কৃষানির বুকে জুরে বিদেশি শকুন
বিচারহীন হত্যায় মেতেছে দেশ
র্যাব পুলিশ জিঙ্গী মিলিয়েছে হাত
কোলাহল হয়ে গেছে অরণ্য রাত
পদ্মায় পানি নাই তিস্তায়ও বাঁধ
পানিগুলো কেরে খায় অসুরের জাত।
কোন মন্তব্য নেই