Header Ads

Header ADS

প্রস্তুতি_আফসার নিজাম

 
প্রস্তুতি
আফসার নিজাম

প্রস্তুতি নিন; এখনই প্রস্তুতি নেয়ার সময়
বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো করে মেঘ যেমন প্রস্তুতি নেয়
ঝড়ো বাতাস আর বর্ষনে ঢুবিয়ে দেয় তাবদ পৃথিবী
আপনাকেও প্রস্তুতি নিতে হবে
সামনেই লড়াইয়ের জন্য প্রস্তুত-
        কৃষ্ণবর্ণ জানোয়ার
            শ্বেতবর্ণ হায়েনা
আপনি প্রস্তুতি না নিলেও ওরা প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে
আপনাকে সমূলে ধ্বংস করে বিজয়ের নিশান উড়াবার জন্য
অতএব প্রস্তুতি নিন; এখনই প্রস্তুতি নেয়ার সময়।

প্রাসাদে প্রসাদে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে
ওরা ভাইয়ে ভাইয়ে বিভক্ত করে দেবে
বিভক্ত করে দেবে দলে দলে
বিভক্ত করে দেবে পক্ষে বিপক্ষে
তারপর বন্য শুকরের মতো ঝাঁপিয়ে পড়বে
আপনার জন্মভূমির উপর
বিষাক্ত নখের আঁচড়ে ছিন্নভিন্ন করে দেবে মানচিত্র
দাঁতাল দাঁতে রক্তাক্ত করে দেবে মা-বোন ও সন্তানের ইজ্জত
অতএব প্রস্তুতি নিন; এখনই প্রস্তুতি নেয়ার সময়।

দেখুন কৃষ্ণমেঘের আড়ালে ফেরাস্তাদের মতো সূর্য উঁকি দেয়
পৃথিবীর কাণায় কাণায় ছড়িয়ে পরে তার সফেদ দ্যূতি
আজানের সুরে পুনঃজাগরণ হয় তন্দ্রাচ্ছন্ন জনজীবন
অতএব প্রস্তুতি নিন; এখনই প্রস্তুতি নেয়ার সময়
প্রস্তুতি থাকলে- আমি হলফ করে বলে দিতে পারি
এই সবুজ জমিন ও রক্তগোলাপ আপনারই হবে
ইনশাআল্লাহ; আপনাদেরই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.