Header Ads

Header ADS

চিঠি_আফসার নিজাম


চিঠি
আফসার নিজাম

ইনভিলাপে ভুল ঠিকানা লিখা ছিলো তাই
তোমার কাছে লেখা আমার চিঠি পৌঁছে নাই
কথা ছিলো লিখবো চিঠি- লিখছি চিঠি তাই
চিঠির ভেতর লেখাগুলো পুড়ে হলো ছাই
সেই আগুনের কালো ধোঁয়া কেউ তো দেখে নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.