Header Ads

Header ADS

তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে_আফসার নিজাম


তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে
আফসার নিজাম

তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার বেঁচে থাকার লড়াই
তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার নতুন সন্তানের কান্না
তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়া
তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার ঘৃণার থুতু নিক্ষেপ
তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার গোলাপ রোপণ
তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার কবিতা লেখা
তোমার প্রতিটি বোমার বিরুদ্ধে আমার একটি বোমা তৈরি
যার নাম দিয়েছি ভালোবাসা
ভালোবাসা বিষ্ফরিত হলে তুমি ধ্বংস হয়ে যােেব
আমি হলফ করে বলছি তুমি ধ্বংস হয়ে যাবে
যে ভূমি দখলের জন্য তুমি ড্রাকুলা হয়েছো
সে ভূমি তোমাকে উগরে দেবে
তোমায় বমির মতো নিক্ষেপ করবে জেরুসালেমের ভূমি থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.