তোমার দৃষ্টি কি ফিরবে না কোনোদিন__শিল্পী আবদুল্লাহ আল নোমান
তোমার দৃষ্টি কী ফিরবে না কোনো দিন
আফসার নিজাম
তোমার দৃষ্টি কী ফিরবে না কোনো দিন
সুন্দর সৃষ্টি দেখে
তোমার মন কী ভরবে না কোনো দিন
ঈমানের রঙ শুধু মেখে।।
দিগন্ত ছুঁয়ে যাওয়া আকাশ দেখে
তুমি কী ভাববে না বলো
জমিনে গেঁথে যাওয়া পাহাড় দেখে
তুমি কী ভাববে না বলো
কোন সেই শিল্পী এঁকেছে ছবি
স্নেহের পরশ শুধু রেখে।।
কতো নেয়ামত কাছে পেয়েছো তুমি
এতো সহজে কে দিয়েছে বলো
যার প্রেমে ডুবে আছে এই ধরনী
তুমি কী ভাববে না বলো
ধন্য হবে তুমি এই জীবনে
হৃদয়ের মাঝে নিলে লিখে।।
কথা : আফসার নিজাম
সুর : আবু তাইয়্যেব মেসবাহ
কণ্ঠ : আবদুল্লাহ আল নোমান
কোন মন্তব্য নেই