ফিরে আসবো বলেই_আফসার নিজাম
ফিরে আসবো বলেই
আফসার নিজাম
ফিরে আসবো বলেই
আমি তোমাকে বিদায় বলিনি
যাবার সময় বলে যাইনি
রেহনুবা
আমাদের হয়তো আর দেখা হবে না পূর্ণিমার রাতে
কিংবা অমাবশ্যার অন্ধাকারে হাতে হাত রেখে
বসে থাকবো না তুরাগ নদীর তীরে
ফিরে আসবো বলেই
শরতের শিশির ভেজা ভোরে শিউলি কুড়িয়ে
মালা বানিয়ে খোঁপা করতে বলেছিলাম
তোমার সেই প্রিয় লাল শাড়িটি পরে
সেজে বসে থাকবে পুবের পথ চেয়ে
ফিরে আসবো বলেই তো বলেছিলাম
প্রিয়তমা আমাদের কন্যার জন্য
সাত সমুদ্র তের নদী পার হয়ে
খুঁজে আনবো রাজপুত্র
ফিরে আসবো বলেই
আমি তোমাকে বিদায় বলিনি
যাবার সময় বলে যাইনি
রেহনুবা
অপেক্ষায় থেকো।
কোন মন্তব্য নেই