লাশ পোড়া আগুন_আফসার নিজাম
লাশ পোড়া আগুন
(ইরাক যুদ্ধ এবঙ ক্ষুধার বিরুদ্ধে)
আফসার নিজাম
মা আমার রান্না করে-
এখন বসন্তকাল
পাতা কুড়ানোর সময়
ছেলে মেয়েরা লুটপুটি খায়
পাতা কুড়ানোর জন্য।
আমি লাশ কুড়িয়ে আনি-
মা আমার গণগণে চুলার মুখে
গুঁজে দেয় ডাল-পালা, হাত-পা
পাতা, চোখ, নাড়ী-ভুঁড়ি আরো কতো কি।
লাশ পোড়া আগুন
টগবগ করে ফুটতে থাকে ভাত, মগজ
আমাদের ক্ষুধায় তীব্র হয় চিৎকার
ভাত দাও,
মা ভাত দাও।
ছেলে মেয়েরা হল্লা করো না
এখন তোমাদের জন্য
বেড়ে দেওয়া হবে খাবার-
কলাপাতার বরজে গণতন্ত্রের প্লেট পাতো
কারণ- তোমরা প্রচন্ড ক্ষুধার্ত
আর তোমাদের জন্যই
লাশ জ্বালিয়ে রান্না করছি।
কোন মন্তব্য নেই