চৌদ্দশ বছর_আফসার নিজাম
চৌদ্দশ বছর
আফসার নিজাম
শ্বেতাঙ্গ সময় কেটে
আরশি নগর ক্রমশ রাত হয়
তখন
মুনহামান্নার এ্যাকজিভিশনে
প্রদর্শনীর পর্দা পড়ে গেলে
বিজ্ঞাপনী পড়শীর ফেটে যায় ললিতচোখ
এবঙ
মধ্যবয়সী পুরুষ পোষ্টারে আঁকে জলরঙট্রেন।
অহীর সামান হাতে
আকাশের গিলাব গলে প্রেরিত জ্যোতি আসে
আন্তজ গ্রামে হয়- জ্যোতির্ময় দরবেশী আবির্ভাব
আর অচিন কুড়াল ভাঙে হেরার পালঙ্ক।
এবঙ বসন্ত গান করে ফুলের পরাগ
বাতাস আবৃত্তি করে
ইকরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক
আজাজিলের ঘুমটুটে লঙসেডু নিভে যায় জাহেল পিদিম ...
এরপর দৃশ্যটা চলছে চৌদ্দশ বছর।
কোন মন্তব্য নেই