Header Ads

Header ADS

কাঁচচোখ আলোর মিনার_আফসার নিজাম

 
কাঁচচোখ আলোর মিনার
আফসার নিজাম

নীলিমিত গাঢ় রাত্রীর চাদর পরে দাঁড়িয়ে আছে
পথভুলা জাহাজের নাবিক
তার চোখ ছুঁয়ে ডেকে ওঠে
অচেনা পথের কাঁচচোখ আলোর মিনার
আলো দেখে হেসে ওঠে
দিকভুলা নাবিকের চোখের কিনার

নাবিক হৃদয় খুলে কাছে এসে
ছুঁয়ে দেখে আলোর মিনার-
তারও আছে প্রাণ-নিশ্বাস
নিশ্বাসে নিশ্বাসে জিকির করে
    সূর্যমুখী প্রাণ স্পন্দন
সেইখানে খেলা করে শরাফত মন

নাবিক ব্যাকুল হয়-
কান পাতে মিনারের বুকের ভেতর
বুক তার পাঠ করে প্রেমময় গান
দিক ভুলা নাবিক পেয়ে যায় পথের বয়ান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.