Header Ads

Header ADS

অলৌকিক জংসন_আফসার নিজাম

 
অলৌকিক জংসন
আফসার নিজাম

দীর্ঘ প্রতিক্ষায় জংসনে ফিরে আসেনি ট্রেন
রাত গভীর হতেই নিয়ন আলো ফিকে হয়ে গেছে
    সবাই ফিরে গেছে নিজের ডেরায়
    আমার ফিরবার কোনো স্থান নিয়ে
নিয়ন অন্ধকারে- প্লাটফর্মে বসে প্রার্থনায় উড়েছি হৃদয়
আমি তখন প্রভু দর্শন পেয়েছি
দেখেছি অলৌকিক আলো জ্বেলে দ্যুতি ছড়াচ্ছে।

প্রভু দর্শনে দেখিছি তার অলৌকিক রূপের স্ফুরণ
সে রূপ স্পর্শ করা যায় না
আকারে আঁকা যায় না অস্থিত্ব
নূরের আলোয় ভেসে যায় আকার- নিরাকরে।

মানব চোক্ষুদৃশ্যে হয় না প্রভু দর্শন
সে থাকে মানব অস্থিত্বে
তার রঙে রঙিন হলেই
    তাকে পাওয়া যায়
    তাকে দেখা যায়
যেভাবে আমি দেখেছি অনেকবার
মূলত: প্রভুর ভেতরে প্রবেশ করলে
অলৌকিক জংসনে পৌঁছে যায় মানব অস্থিত্ব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.