লাল পুতুল নীল পুতুল
আফসার নিজামলাল পুতুলের বিয়ে হবে
নীল পুতুলের সাথে
সেই খুশিতে সানাই বাজায়
জোসনা মাখা রাতে
বর পুতুলর পালকি দেখে
কনে পুতুল হাসে
বর পুতুলে বউকে দেখে
মেঘের ভেলায় ভাসে
লাল পুতুলের নীল পুতুলের
বাবা মা-ও খুশি
এমন ঝুটি আর হবে না
এটাই মনে পুষি।
কোন মন্তব্য নেই